হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। এতে জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এডভোকেট ফয়জুল বসীর চৌধুরী সুজনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোস্তফা কামাল আজাদ রাসেলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামিম, হবিগঞ্জ চেম্বার সভাপতি শামীম, হবিগঞ্জ জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির রেজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কে এম শাহিন,
শেখ সেবুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সানিউল হক শুভ, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান মুকুল ও কৃষিবিদ ফয়সাল আহমদ সোহান সহ অনুষ্ঠানে ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।