অনলাইনে ট্রেনের টিকেট সম্পর্কিত ইনফরমেশন
যেসকল ট্রেন ২৬ তারিখে যাত্রা শুরু করবে সে সমস্ত ট্রেনের টিকেট আগামীকাল ২৫ তারিখ সন্ধ্যা ছয়টার সময় হতে অনলাইনে পাওয়া যাবে-
লক্ষ্য করুন-
১. আজ ২৫ তারিখ বিকেল ৬ টা থেকে কাউন্টার থেকে কম্পিউটারাইজ টিকিট মিলবে।
২. যেহেতু ২৫ তারিখ প্রযন্ত ম্যানুয়ালি টিকিট বিক্রি হয়ে যাবে তাই উক্ত সময় থেকে ২৬ তারিখের টিকিট পাবেন।
৩. পুনরায় ৫ দিনের এডভান্স তারিখ হিসেবে টিকিট পাবেন। সেক্ষেত্রে ২৬ তারিখ, ২৬ মার্চ থেকে ২৯ মার্চ প্রযন্ত টিকিট পাবেন।
৪. ২৫ তারিখ বিকেল ৬ টা থেকে শুধুমাত্র কাউন্টারে টিকিট পাবেন। এই সময় অনলাইনে টিকিট পাবেন না।
৫. ২৬ তারিখ সকাল ৮ টা থেকে আগের নিয়মে কাউন্টারের পাশাপাশি অনলাইনে ৫০% টিকিট পাবেন।
৬. অনলাইন টিকিট আপাতত কোন এপে পাবেন না। শুধু মাত্র রেলের অনলাইন টিকিটিং পোর্টাল (eticket.railway.gov.bd) তে পাবেন।
৭. অনলাইন টিকিট করতে আপনার আগের রেলসেবা বা ইসেবার একাউন্ট কাজে লাগবে না। উক্ত পোর্টালে পুনরায় এনআইডি/জন্মসনদ দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।