চুনারুঘাটে ইউপি সদস্য মোঃ আব্বাস উল্লার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আহম্মদাবাদ ইউনিয়ন যুবলীগ। তিনি গত শুক্রবার মারামারির একটি রোগী হাসপাতালে দেখতে গিয়ে এ হামলার শিকার হন। এর প্রতিবাদে আজ (২১ মার্চ) সোমবার বিকালে আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড বাজার গোল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন এ বক্তব্য রাখেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান শামসু,যুবলীগ নেতা ছাবু মিয়া,আঃ ছালাম,আঃ হালিম,ফারুক মিয়া প্রমুখ। বক্তারা নব-নির্বাচিত ইউপি সদস্য ও যুবলীগ নেতা আব্বাছ উল্লার উপর মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী ওয়াহিদ গং এর বিচার দাবী করেন। নয়তো তারা জনগনকে সাথে নিয়ে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন। চেয়ারম্যান জাকির হোসেন পলাশ বলেন-হাসপাতালের মত স্থানে আমার পরিষদের একজন মেম্বারকে এ ভাবে কুপিয়ে আহত করবে তা কল্পনাও করা যায় না। লোকজন বাধা না দিলে তাকে মেরেই ফেলত দুর্বৃত্তরা ।তিনি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দাবী করেন।
উল্লেখ্য গত শুক্রবার একটি মারামারির রোগীকে দেখতে চুনারুঘাট হাসপাতালে যান আহম্মদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য আব্বাছ উল্লাহ। সেখানে সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে।দায়ের কুপে তার হাত, পা ও শরীরে মারাত্মক আঘাত হয়।