মাধবপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুুতি দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১০মার্চ) এউপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের আয়োজনে “মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুুতিতে গতিশীলতা এ প্রতিপাদ্য বিষয় নিয়ে সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের নেতৃত্বে বঙ্গবন্ধু মোড়াল এলাকা থেকে একটি বনার্ঢ্য র্যালি বের করে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিন করে। পরে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্হাপনা অধিদপ্তরের আযোজনে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রাণী সম্পদ কর্মকর্তা মিলন মিয়া, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস, সাংবাদিক আয়ুব খান ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনোতোষ মল্লিক ,দুর্যোগ ব্যবস্হাপনা অফিসের মোঃ মুসলিম উদ্দিন প্রমুখ।