চুনারুঘাটের সাব-রেজিস্ট্রার আব্দুস সোবহানের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন করেছে ভুক্তভোগী জনসাধারণ।
আজ (৩ ফেব্রুয়ারী) সোমবার দুপুর ১টায় পৌর শহরের মধ্য বাজার এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন-চুনারুঘাট উপজেলা জামায়াতে আমির মাওলানা ইদ্রিছ আলী, মাওলানা আজিজুল রহমান, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর খান, আব্দুল কুদ্দুছ, যুবদল নেতা রফিক তালুকদার, সাবেক ছাত্র নেতা ফরিদ আহমেদ, সিনিয়র দলিল লেখক কাজী এম এ খালেক, আবু তাহের, ফারুক মিয়া, আব্দুস সালাম, মিজানুর রহমান শামীম, আব্দুর জাব্বার, মোঃ নুহ মিয়া, ইশা খান।
বক্তরা বলেন-দুর্নীতিবাজ সাব-রেজিস্ট্রার আব্দুস সোবহানকে ২৪ ঘন্টার ভিতরে প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন।
বক্তরা আরো বলেন, তিনি যোগদানের পর থেকে চুনারুঘাট সাব-রেজিস্ট্রার অফিসে ঘুষ ছাড়া কোন দলিল সম্পাদিত হচ্ছে না।
এমন কি জমির নিবন্ধন, নামজারি, জাল দলিলে জমি দখলসহ নানা ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন ভুক্তভোগীরা।
জমির দলিল আটকে রেখে ভুক্তভোগীদের চাপের মুখে ঘুষ দাবি সাব-রেজিস্ট্রার, কেরানী, উম্মেদার, পিওন ও নকলনবিশদের নিয়মিত আচরণে পরিণত হয়েছে।
ঘুষ আদায়ের কৌশল হিসেবে সাব-রেজিস্ট্রারের রুটিন মাফিক কাজ নকলনবিশ, কেরানী, উম্মেদার ও পিওন দিয়েও করানো হচ্ছে। এই সুযোগে নকলনবিশ, উম্মেদার ও পিওন লাখ লাখ টাকার মলিক হচ্ছেন।