শায়েস্তাগঞ্জে নুরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও ব্রাহ্মণডুরা ইউনিয়ন যুবলীগের নেতা এস এম ফখরুদ্দিন আহমেদ সাজিব এর ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স এস এম সাজিব ট্রান্সপোর্টের অফিস থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
এসময় প্রতিষ্ঠানের ম্যানেজার মাধবপুর উপজেলার আশ্রফপুর গ্রামের মৃত মুখলিছুর রহমান এর পুত্র মোঃ শিফন মিয়া (৪৪) কে আটক করা হয়।
মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭১ পিস ইয়াবা, ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৯ বোতল মদ ও নগদ ৬০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
জানাযায়, শায়েস্তাগঞ্জ থানার ওসি দিলিপ কান্ত নাথ, ওসি তদন্ত আল আমিন ও এস আই কাওছার এর নেতৃত্বে একদল পুলিশ গতকাল বুধবার রাতে শায়েস্তাগঞ্জ থানার অলিপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।