আজ বিশ্ব জাকের মন্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ হবিগঞ্জ জেলা কতৃক বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরি (রঃ)আরবী তারিখ অনুযায়ী সাতই সফর বেসালত দিবস বিশ্ব জাকের মন্জিল ফরিদপুর জেলার সদরপুর থানার আটরশিতে পালন উপলক্ষে কেদ্রীয় মিশন ও প্রস্তুতি সভা। প্রধান অথিতি ও মিশন প্রধান জনাব খন্দকার শাহ আলম কেন্দ্রীয় সদস্য বিশ্ব জাকের মন্জিল কর্মী গ্রুপ কেন্দ্রীয় সমন্বয় পরিষদ, ও সভাপতি নারায়ণগঞ্জ প্রেস ক্লাব আর উপস্থিত ছিলেন জনাব আঃ আহাদ কর্মী প্রধান সিলেট বিভাগ বিশিষ্ট শিল্পপতি। সহকরী কর্মী প্রধান ওয়াকিল তালুকদার সিলেট বিভাগ। সিলেট জেলা মৌলভীবাজার জেলা হবিগঞ্জ জেলা ও সুনামগঞ্জের কর্মী প্রধান গণ ও চুনারুঘাট, মাধবপুর লাখাই নবিগন্জ ও হবিগঞ্জ সদর থানার কর্মী প্রধান গণ। ও ছাত্রকর্মী গ্রপের কর্মী বৃন্দ। প্রধান অতিথি জনাব খন্দকার শাহ আলম বলেন এবার বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরি রঃ আরবি ওফাতের দিবস মহা ফাতেহা শরিফের রুপ নিবে সবাই সবার অবস্থান থেকে ফাতেহা শরিফ সফল করতে সবার আন্তরিকতা কামনা করেন সবাই যেন নতুন লোক নিয়ে যাওয়ার আহবান জানান।বর্তমান সরকার পদ্না সেতু করে আমাদের আপন পিরের বাড়ি যাওয়ার সুবিধা করে দেওয়ার জন্য ধন্যবাদ জানান, আর ও বলেন মহামান্য মিয়া ভাইজান মুজেদ্দদী ( মাঃ জিঃ আঃ) সাথে আমরা খেদমত করছি আগামী দিনের ভবিষ্যত খাজা বাবা ফরিদপুরি কতৃক ঘোষিত তৃতীয় মুজাদ্দেদ মহামান্য মিয়া চাচাজান সাথে রাসুল্লাহ সঃ এর সত্য তরিকার খেদমত করার জন্য ও বিশ্ব জাকের মন্জিলের 57 টি ডিপার্টমেন্ট পরিচালনা করার জন্য জাকের সন্তান দের ছাত্রকর্মী ও যুবকর্মীতে কাজ করার জন্য আনুরুধ করেন।
উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশ জাতির জন্য দোয়া করা হয় ও তবারুক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন মোঃ আঃ সালাম কর্মী প্রধান হবিগঞ্জ জেলা।
অনুষ্ঠানটি হবিগঞ্জ জেলা প্রেস ক্লাবের কনফারেন্স রুমে বাদ আসর থেকে বাদ মাগরিব পযর্ন্ত অনুষ্টিত হয়।
সংবাদ শিরোনাম ::
বেসালত দিবস বিশ্ব জাকের মঞ্জিল ফরিদপুরের আটরশিতে পালন উপলক্ষে কেদ্রীয় মিশন ও প্রস্তুুতি সভা
- হবিগঞ্জ প্রতিনিধিঃ
- আপডেট সময় ০২:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২
- ১৫০ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ