বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ ছাত্র কেন্দ্রীয় পরিষদের অর্থায়নে সিলেট বিভাগ ছাত্রকর্মীদের মাধ্যমে বানবাসীদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে মৌলভীবাজার জেলার কুলাউরার থানার পুষাইনগর গৌরংশকর ভুকশিমইল এলাকায় বিশ্ব জাকের মঞ্জিলের পাক দরবার শরীফের কর্ণধার মহামান্য বড় চাচা জানের আদেশ মাথায় নিয়ে রান্না করা খাবার (পোলাও ডিম আলুর ঝুল ও চিকেন ফ্রাই বিশুদ্ব খাবার পানি ) এক হাজার পাঁচশত বন্যা দূর্গত মানুষের মাঝে বিতরণ করা হবে।
সিলেট বিভাগ ছাত্রকর্মীদের অনুরোধ রইল সময় মত কায়িক খেদমতে শরীক হওয়ার জন্য, সবার দোয়া ও ভালোবাসা চাই। মহান বান্ধব খাজা বাবার দয়া চাই।
এ সময় সিলেট বিভাগের ছাত্রকর্মী প্রধান মোঃ আশিকুল ইসলাম রুমেন, বলেন বিশ্ব ওলী খাজা বাবা ফরিদপুরীর শিক্ষা নিজে কম খেয়ে অন্য ভাই কে খাওয়ানো ও ১৯৮৮ এবং ১৯৯৮ সালের বন্যায় সারা দেশে খাবার বিতরন করা হয় এরই ধারাবাহিকতা বর্তমান স্থলাভিষিক্ত মহামান্য মিয়া ভাইজান ও উনার এক মাত্র উওরাধিকার ও মুখপাত্র শ্রদ্ধায় মিয়া চাচা জানের আদেশে সিলেট বিভাগ ছাত্রকর্মীদের উদ্যোগে ১৫০০ মানুষের মধ্যে রান্না করা ও শুকনো খাবার বিতরন করা হয় ভবিষ্যতে আর ও এই ধরনের আর ও প্রোগ্রাম ছাত্রকর্মীরা পরিচালনা করবে। সবার দোয়া ও ভালোবাসা চাই। ছড়িয়ে পড়ুক মহা মানবের আদর্শ।