- আবার আসবে তুমি?
- এসএম রাজু আহমেদ, এডিশনাল এসপি
এই যে কতটা স্বপ্ন দেখেছি
একসাথে হাঁটার, হাত ধরাধরি করে
অথবা চোখে চোখ রেখে
বিনিময় করেছি কতটা না বলা কথা।
আবারো কি আসবে ফিরে?
কতটা আদরে ঘুঁচিয়েছ আমার
অশেষ ক্লান্তি।
এই যে না ঘুমিয়ে কাটিয়ে দেওয়া
কতগুলো রাতের মৃত্যু,
নতুন দিনের নতুন সূর্যের আগমনে।
আবারো কি আসবে ফিরে?
কতদিন এঁকেছি আমাদের কুঁড়েঘর,
চাঁদের আলোয় লুটোপুটি।
তুমি আমি বসে আছি
কত অনাগত বিগত স্বপ্ন বুকে নিয়ে।
আবারো কি আসবে ফিরে?
মাটির বুক চিরে ফলিয়েছি সোনার ফসল,
কতটা স্বপ্ন ছিল চার চোখে।
আমার ক্লান্তির ঘাম মুছে দিয়েছ আপন আঁচল ছোঁয়ায়।
মুখে ছিল অনাবিল অকৃত্রিম হাসি।
আবারো কি আসবে ফিরে?
লেখক: এসএম রাজু আহমেদ
অতিরিক্ত পুলিশ সুপার
খুলনা জেলা পুলিশ।
৬/৪/২২ইং, খুলনা