আজমিরীগঞ্জ উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে সরকারি কলেজের শিক্ষার্থী ও ব্লাড ডোনার্স সোসাইটি । আজ (৩১ মার্চ) বৃহস্পতিবার দুপুর ১টায় আজমিরীগঞ্জ সরকারি কলেজের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন ও পথ সভার আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন-আজমিরিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী এস,কে কাওসার, ইমরান হাসনাত, হেলাল মিয়া, চাদনী আক্তার ও দৃষ্টি আক্তার প্রমূখ। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, গত কয়েক বছর ধরে আজমিরীগঞ্জ সদরের বাজার, পৌর এলাকার নগর গ্রাম, পুকুরপার গ্রাম, কাকাইলছেও বাজার, সৌলরী বাজার, লালমিয়ার বাজার, বদলপুর ইউনিয়নের পিরিছপুর গ্রাম ও পাহারপুর বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই সকল অগ্নিকান্ডের ঘটনায় অনেক পরিবার নিঃস্ব হয়ে তাদের স্বপ্ন ভঁঙ্গ হয়েছে।
বক্তারা আরো বলেন, প্রতিবছর অগ্নিকাণ্ডে কোটি কোটি টাকার সম্পদ আগুনের পেটে যাচ্ছে। সর্বস্বান্ত হচ্ছে অসহায় ও সাধারন ব্যবসায়িরা।আগুনে সব শেষ হওয়ার পর অন্য উপজেলা থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসে অগ্নিকান্ড নিবারনের জন্য। যদি আজমিরীগঞ্জ উপজেলা সদরে ফায়ার সার্ভিস স্টেশন হতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতো। তাই অতিবিলম্বে ফায়ার সার্ভিস স্থাপনের জন্য দাবি জানান।