মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের আলিয়াবাদ গ্রামে বীর মুক্তিযোদ্ধা শ্যামলাল শীল মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৭ বছর। আজ মঙ্গলবার (২২ মার্চ ) রাতে ১টা ১৫মিনিটে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দুপুর ১২টার দিকে মাধবপুর উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন ও মনতলা ফাঁড়ি এসআই মোঃ মঞ্জরুল ইসলাম নেতৃত্বে পুলিশের একটি দল মুক্তিযোদ্ধা শ্যামলাল শীল মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।
পরে মনতলা রাধা কৃষ্ণ মন্দিরে পাশে শশ্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা এনামুল হক, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।