চুনারুঘাটে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় ২০২২-২৩ সালের এসএসসি/এইচএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের কৃতিত্ব মূলক পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। ২২ জুলাই ( মঙ্গলবার) দুপুর ১১:০০ টায় উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া, বিশেষ অতিথি মাহবুব আলম সহকারী কমিশনার (ভূমি) সভাপতিত্ব করেন ফরিদা নাজমীন জেলা শিক্ষা অফিসার।
উপস্থিত ছিলেন মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। বক্তব্যে একজন অভিভাবকব বলেন,আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা অনেক’টা নিম্নগামী হয়ে গেছে করোনাকালীন সময়ে গ্যাপ হয়েছে শুক্র-শনি স্কুল বন্ধ থাকে, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময়ও স্কুল বন্ধ থাকে টানা এক দেড় মাস। এতগুলো সংকট মোকাবেলা করে আমার মেয়ে এতটুকু এগিয়ে গেছে এর জন্য গর্বিত।
আরো বক্তব্য রাখেন; চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক আনিসুর রহমান, রাজার বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মঈন, ডিসিপি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, মাসুদ চৌধুরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফজলুল হক তরফদার, চাটপাড়া মাদ্রাসার শিক্ষক আবুল হাসান, ট্রেনিং কো-অর্ডিনেটর লুৎফর রহমান প্রমূখ।