চুনারুঘাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী আহম্মদাবাদ ইউনিয়ন শাখা। এ উপলক্ষে ২৯ জানুয়ারি বুধবার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
আহম্মদাবাদ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সোহেল আহমদের সঞ্চালনায় ও সভাপতি মোঃ মোস্তফা হোসাইন মস্তুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার আমীর কাজী মাওলানা মুখলিছুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী, চুনারুঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর মোঃ সাহেব আলী, চুনারুঘাট উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী মোঃ আব্দুল খালেক, এস এম. নোমান, মাওলানা ইমদাদুল হক চৌধুরী, মাওলানা শেখ রায়হান আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের চুনারুঘাট উপজেলা সভাপতি এডভোকেট খলিলুর রহমান, গাজীপর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ সাজল মিয়া প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও ইসলামি সঙ্গীত পরিবেশন করেন চুনারুঘাট পৌরসভার ৪নং ওয়ার্ড সেক্রেটারি ক্বারী মোঃ শাহাবুদ্দিন। আর. ফাউন্ডেশনের সহযোগিতায় সর্বমোট ১৪০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।