হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দরপুর বাজার ব্যাবসায়ী কল্যান সমিতি (ব্যাকস) এর নির্বাচন উৎসবমুখর পরিবেশে সমাপ্ত হয়েছে।
আজ রবিবার সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদ হল রুমে গোপন ব্যলটে ভোট গ্রহন করা হয়।
মোট ভোটার ছিলেন ২৭৬ জন এর মধ্যে ভোট প্রয়োগ করেন ২৬৮ জন। ৩ টি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করে ৩ জন বিযয়ী হল।
সভাপতি পদে ছাতা প্রতিক নিয়ে বিযযী হল হাবিবুর রহমান ধলাই মিযা (১৪৫ ভোট) তার প্রতিদ্বন্ধি ইসমাইল হোসেন খাঁন পান ১২০ ভোট।
সাধারণ সম্পাদক পদে মোটর সাইকেল প্রতীক নিয়ে বিযয়ী হন মোঃ মখসুদ আলী (১৯০ ভোট)
তার প্রতিদ্বন্ধী খন্দকার জামাল তালা প্রতিক নিযে পান ৭৫ ভোট।
যুগ্ন সম্পাদক পদে মোরগ প্রতীক নিয়ে বিযয়ী হন আব্দুল মতিন ১৩৭ ভোট। তার প্রতিদ্বন্ধী ফুটবল প্রতিক নিয়ে নুরুল ইসলাম পান ১২৯ ভোট।
তাছাড়া বিনা প্রতিদ্বন্ধীতায় সহ সভাপতি নির্বাচিত হন মাওলানা মুশাহিদুল ইসলাম আলী ও মুক্তার হোসেন।
সাংগঠনিক সম্পাদক পদে শামসুল ইসলাম খোকন,অর্থ সম্পাদক পদে মোঃ মর্তুজ আলী,প্রচার সম্পাদক পদে মোঃ মামুন মিয়া বিযয়ী হন।
প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদ মিয়া।