চুনারুঘাটে দীর্ঘ ২২ দিন অন্ধকারে থাকার পর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপির উদ্যোগে বিদ্যুৎ সংযোগ পেল ৩৪ টি পরিবার।
গত ২৬ এপ্রিল রাতে উপজেলার সাটিয়াজুরী গ্রাম থেকে ট্রান্সফরমান চুরি হয়। কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মানুযায়ী চুরি হলে ট্রান্সফরমান গ্রাহকরা কিনে আনতে হয়। এমতাবস্থায় ৮০ হাজার টাকা দিয়ে সাটিয়াজুরীর ৩৪ জন গ্রাহক ট্রান্সফরমান কিনে আনা সম্ভব হয়নি।
বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন জানতে পেরে উনি নিজের তহবিল থেকে ৮০ হাজার টাকা দিয়ে ৮০ হাজার টাকা দিয়ে ট্রান্সফরমান কিনে দেন।
আজ শুক্রবার দুপুরে বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করে ব্যারিস্টার সুমন বলেন এমপি নির্বাচিত হয়ে মানুষ ফুলে, আর এমপি নির্বাচিত হয়ে আমার ১২ কেজি শরীলের ওজন কমছে। তিনি বলেন কাজ করলে শরিলে ঘাম ঝরে।
আর এই ঘাম কোনদিন বেইমানী করে না। ট্রান্সফরমার চোরদের ধৃত করতে তিনি চুনারুঘাট থানার ওসির প্রতি আহব্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়,সাটিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাদুর রহমান আব্দাল, উপজেলা চেয়ারম্যান প্রার্থী রায়হান আহমেদ,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রহমান,পৌর ছাত্রলীগের সভাপতি সম্রাট আহমেদ প্রমুখ। পরে তিনি হাতিমারা ও সোতাপাড়া চা বাগানে মতবিনিময় সভা ও বিদ্যুৎ সংযোগ উদ্ভোধন করেন