হবিগঞ্জের মাধবপুরে আগুনে পুড়ে সর্বস্ব হারালেন ব্যাটারি চালিত অটোরিকশা চালক মিলন মিয়া। তিনি উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের সুরুজ আলীর পুত্র।
মঙ্গলবার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মিলনের বসতঘরসহ জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত অটোরিকশাটি পুড়ে ছাই হয়ে যায়।
দু দিন যাবত মিলন তার অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে থাকায় ঘর তালাবদ্ধ ছিল। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
মিলন মিয়া জানান, তার আয়ের একমাত্র অবলম্বন ব্যাটারি চালিত অটোরিকশাসহ সহায়সম্বল সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়ছে।