হবিগঞ্জ ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন Logo আগুনে পুড়ে যাওয়া স্বপ্নগুলো: শিক্ষকের চোঁখে মাইলস্টোন ট্র্যাজেডি Logo চুনারুঘাটে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিমের পুরস্কার বিতরণ Logo ঢাকায় জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে চুনারুঘাটে জামায়াতে ইসলামীর প্রচার মিছিল Logo জন্মদিন: একটি আত্ম-অন্বেষণের উপলক্ষ-শিক্ষক সাখাওয়াত হোসেন Logo মশিউর রহমান খান জুমেলের পৃষ্ঠপোষকতায় চা-বাগানের সবুজের বুকে ‘বিউটিফুল চুনারুঘাট’ এর নামফলকের উদ্বোধন Logo চুনারুঘাটের এ.জেট.টি মডেল একাডেমির জমজ দুই বোনের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন Logo প্রাথমিকের স্কুলে পবিত্র আল-কোরআনের ভাস্কর্য Logo সুনামগঞ্জ-১ আসনে কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের নেতা আসাদ মুরাদ তালুকদার প্রার্থী হিসেবে আলোচনায় Logo আজমিরীগঞ্জে ইঁদুরের বিষ খেয়ে যুবকের আত্মহত্যা

বাংলাদেশ বুনার্জী জাতি সমাজ এর বার্ষিক মহাসম্মেলন

  • শিরু জমাদারঃ
  • আপডেট সময় ০২:২০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • ১১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ বুনার্জী জাতি সমাজ-এর মহাসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ও ২৪ মার্চ চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগানে এ মহাসম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ বুনার্জী জাতি সমাজ উড়িয়া-একটি ক্ষুদ্র জাতিগোষ্টি। ১৯৪৫ সালের ১৬ ফেব্রুয়ারী তারিখে ১ম মহাসম্মেলন-এর মাধ্যমে এই বুনার্জী জাতি সমাজের যাত্রা শুরু হয়। এবছর ২০২৪ সালে এই জাতি ৮০তম বছরে পদার্পন করেছে।

মহাসম্মেলন আয়োজন কমিটির সভাপতি শ্রী শ্রী প্রদীপ বুনার্জী ও সম্পাদক শ্রীবাস বুনার্জীর সভাপত্বিত্বে ও বাংলাদেশ বুনার্জী জাতি-সমাজ কল্যাণ কেন্দ্রীয় পরিষদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উক্ত কল্যাণ পরিষদের মহাপরিচালক শ্রীমঙ্গলের রাজঘাট ইউ/পি চেয়ারম্যান বাবু শ্রী বিজয় বুনার্জী।

মূল প্রবন্ধ ও প্রধান আলোচক হিসেবে সংগঠনের দাবী দাওয়া উপস্থাপন করেন যুগ্ম মহাসচিব বাবু শ্রী অমল বুনার্জী। সম্মেলনে উপস্থিত ছিলেন মহা-সচিব কবু শ্রী পুষ্প প্রসাদ বুনার্জী, জুড়ী ভ্যালীর কমল বুনার্জী সহ দেশের বিভিন্ন চা-বাগানের- প্রায় দেড় হাজারের বেশি সমাজপতি |

প্রসঙ্গ, এই ৮০তম বছরে এই বুনার্জী জাতি সমাজের মহাসম্মেলনে সরকারের কাছে কিছু দাবী নামা উপস্থাপন করা হয়।

দাবীগুলো হলঃ ১. এই জাতি সমাজকে ক্ষুদ্র-নৃ-ত্বাত্বিক জনগোষ্ঠির অর্ন্তভুক্ত করার জন্য দাবী উপস্থাপন করা হয়।

এই সমাজের প্রায় ১, লক্ষ ৯ হাজারের মত মানুষ দেশের বিভিন্ন স্থানে বসবাস করে। তবে চা-বাগান গুলোতে বসবাস কারী এই জাতিগোষ্টির মানুষজন অনগ্রর ও অসচ্ছল ।

২. এই জাতি সমাজের জন্য একটি কালচারাল একাডেমী স্থাপন, সরকারী পৃষ্ঠপোষকতা ও সামাজিক, ও অর্থনৈতিক উন্নয়নের জন্য তহবিলে আর্থিক অনুদান প্রদানের জন্য সরকারের কাছে দাবী উপস্থাপন।

৩. সরকারী সহায়তায় বুনার্জী জাতিসমাজের অঙ্গ সংগঠন “বুনার্জী জাতি সমাজ ছাত্রযুব ফোরাম” কে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন প্রদানের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোর দাবী উপস্থাপন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চার পাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে ৩ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

বাংলাদেশ বুনার্জী জাতি সমাজ এর বার্ষিক মহাসম্মেলন

আপডেট সময় ০২:২০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

বাংলাদেশ বুনার্জী জাতি সমাজ-এর মহাসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ও ২৪ মার্চ চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগানে এ মহাসম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ বুনার্জী জাতি সমাজ উড়িয়া-একটি ক্ষুদ্র জাতিগোষ্টি। ১৯৪৫ সালের ১৬ ফেব্রুয়ারী তারিখে ১ম মহাসম্মেলন-এর মাধ্যমে এই বুনার্জী জাতি সমাজের যাত্রা শুরু হয়। এবছর ২০২৪ সালে এই জাতি ৮০তম বছরে পদার্পন করেছে।

মহাসম্মেলন আয়োজন কমিটির সভাপতি শ্রী শ্রী প্রদীপ বুনার্জী ও সম্পাদক শ্রীবাস বুনার্জীর সভাপত্বিত্বে ও বাংলাদেশ বুনার্জী জাতি-সমাজ কল্যাণ কেন্দ্রীয় পরিষদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উক্ত কল্যাণ পরিষদের মহাপরিচালক শ্রীমঙ্গলের রাজঘাট ইউ/পি চেয়ারম্যান বাবু শ্রী বিজয় বুনার্জী।

মূল প্রবন্ধ ও প্রধান আলোচক হিসেবে সংগঠনের দাবী দাওয়া উপস্থাপন করেন যুগ্ম মহাসচিব বাবু শ্রী অমল বুনার্জী। সম্মেলনে উপস্থিত ছিলেন মহা-সচিব কবু শ্রী পুষ্প প্রসাদ বুনার্জী, জুড়ী ভ্যালীর কমল বুনার্জী সহ দেশের বিভিন্ন চা-বাগানের- প্রায় দেড় হাজারের বেশি সমাজপতি |

প্রসঙ্গ, এই ৮০তম বছরে এই বুনার্জী জাতি সমাজের মহাসম্মেলনে সরকারের কাছে কিছু দাবী নামা উপস্থাপন করা হয়।

দাবীগুলো হলঃ ১. এই জাতি সমাজকে ক্ষুদ্র-নৃ-ত্বাত্বিক জনগোষ্ঠির অর্ন্তভুক্ত করার জন্য দাবী উপস্থাপন করা হয়।

এই সমাজের প্রায় ১, লক্ষ ৯ হাজারের মত মানুষ দেশের বিভিন্ন স্থানে বসবাস করে। তবে চা-বাগান গুলোতে বসবাস কারী এই জাতিগোষ্টির মানুষজন অনগ্রর ও অসচ্ছল ।

২. এই জাতি সমাজের জন্য একটি কালচারাল একাডেমী স্থাপন, সরকারী পৃষ্ঠপোষকতা ও সামাজিক, ও অর্থনৈতিক উন্নয়নের জন্য তহবিলে আর্থিক অনুদান প্রদানের জন্য সরকারের কাছে দাবী উপস্থাপন।

৩. সরকারী সহায়তায় বুনার্জী জাতিসমাজের অঙ্গ সংগঠন “বুনার্জী জাতি সমাজ ছাত্রযুব ফোরাম” কে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন প্রদানের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোর দাবী উপস্থাপন করা হয়।