হবিগঞ্জ ০১:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo চুনারুঘাটে তীব্র দাবদাহে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ Logo শেখ হাসিনার আধুনিক চিন্তা ধারায় বদলে গেল কৃষিখাত, ব্যারিস্টার সুমন Logo কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তাদের কাম কি? মানুষের টাকা মেরে দেয়া, ব্যারিস্টার সুমন Logo বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা Logo বাহুবলে রাতের আধারে প্রবাসীর ১৮ টি ফসলি গাছ কর্তন, লাখ টাকা ক্ষয়ক্ষতি Logo চুনারুঘাটে ৬ মাসের গর্ভবতী গৃহবধূকে মারপিট ও যৌতুকের মামলায় স্বামী সুলতান গ্রেফতার Logo হবিগঞ্জ সাহিত্য পরিষদের মাসিক সাহিত্য আসরে স্বাধীনতার কবিতাসন্ধ্যা Logo চুনারুঘাটে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারী চাউল উদ্ধার: গ্রেফতার একজন” Logo আমার স্ত্রী সন্তানদের কোনো সম্পত্তির মালিক হতে দিব না, ব্যারিস্টার সুমন Logo আইনশৃঙ্খলায় অবদান রাক্ষায় জেলার শ্রেষ্ঠ হলেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়

বাংলাদেশ বুনার্জী জাতি সমাজ এর বার্ষিক মহাসম্মেলন

  • শিরু জমাদারঃ
  • আপডেট সময় ০২:২০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • ২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ বুনার্জী জাতি সমাজ-এর মহাসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ও ২৪ মার্চ চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগানে এ মহাসম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ বুনার্জী জাতি সমাজ উড়িয়া-একটি ক্ষুদ্র জাতিগোষ্টি। ১৯৪৫ সালের ১৬ ফেব্রুয়ারী তারিখে ১ম মহাসম্মেলন-এর মাধ্যমে এই বুনার্জী জাতি সমাজের যাত্রা শুরু হয়। এবছর ২০২৪ সালে এই জাতি ৮০তম বছরে পদার্পন করেছে।

মহাসম্মেলন আয়োজন কমিটির সভাপতি শ্রী শ্রী প্রদীপ বুনার্জী ও সম্পাদক শ্রীবাস বুনার্জীর সভাপত্বিত্বে ও বাংলাদেশ বুনার্জী জাতি-সমাজ কল্যাণ কেন্দ্রীয় পরিষদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উক্ত কল্যাণ পরিষদের মহাপরিচালক শ্রীমঙ্গলের রাজঘাট ইউ/পি চেয়ারম্যান বাবু শ্রী বিজয় বুনার্জী।

মূল প্রবন্ধ ও প্রধান আলোচক হিসেবে সংগঠনের দাবী দাওয়া উপস্থাপন করেন যুগ্ম মহাসচিব বাবু শ্রী অমল বুনার্জী। সম্মেলনে উপস্থিত ছিলেন মহা-সচিব কবু শ্রী পুষ্প প্রসাদ বুনার্জী, জুড়ী ভ্যালীর কমল বুনার্জী সহ দেশের বিভিন্ন চা-বাগানের- প্রায় দেড় হাজারের বেশি সমাজপতি |

প্রসঙ্গ, এই ৮০তম বছরে এই বুনার্জী জাতি সমাজের মহাসম্মেলনে সরকারের কাছে কিছু দাবী নামা উপস্থাপন করা হয়।

দাবীগুলো হলঃ ১. এই জাতি সমাজকে ক্ষুদ্র-নৃ-ত্বাত্বিক জনগোষ্ঠির অর্ন্তভুক্ত করার জন্য দাবী উপস্থাপন করা হয়।

এই সমাজের প্রায় ১, লক্ষ ৯ হাজারের মত মানুষ দেশের বিভিন্ন স্থানে বসবাস করে। তবে চা-বাগান গুলোতে বসবাস কারী এই জাতিগোষ্টির মানুষজন অনগ্রর ও অসচ্ছল ।

২. এই জাতি সমাজের জন্য একটি কালচারাল একাডেমী স্থাপন, সরকারী পৃষ্ঠপোষকতা ও সামাজিক, ও অর্থনৈতিক উন্নয়নের জন্য তহবিলে আর্থিক অনুদান প্রদানের জন্য সরকারের কাছে দাবী উপস্থাপন।

৩. সরকারী সহায়তায় বুনার্জী জাতিসমাজের অঙ্গ সংগঠন “বুনার্জী জাতি সমাজ ছাত্রযুব ফোরাম” কে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন প্রদানের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোর দাবী উপস্থাপন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চারিপাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

চুনারুঘাটে তীব্র দাবদাহে সুপেয় পানি ও খাবার স্যালাইন বিতরণ

বাংলাদেশ বুনার্জী জাতি সমাজ এর বার্ষিক মহাসম্মেলন

আপডেট সময় ০২:২০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

বাংলাদেশ বুনার্জী জাতি সমাজ-এর মহাসম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ও ২৪ মার্চ চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগানে এ মহাসম্মেলনের আয়োজন করা হয়।

বাংলাদেশ বুনার্জী জাতি সমাজ উড়িয়া-একটি ক্ষুদ্র জাতিগোষ্টি। ১৯৪৫ সালের ১৬ ফেব্রুয়ারী তারিখে ১ম মহাসম্মেলন-এর মাধ্যমে এই বুনার্জী জাতি সমাজের যাত্রা শুরু হয়। এবছর ২০২৪ সালে এই জাতি ৮০তম বছরে পদার্পন করেছে।

মহাসম্মেলন আয়োজন কমিটির সভাপতি শ্রী শ্রী প্রদীপ বুনার্জী ও সম্পাদক শ্রীবাস বুনার্জীর সভাপত্বিত্বে ও বাংলাদেশ বুনার্জী জাতি-সমাজ কল্যাণ কেন্দ্রীয় পরিষদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উক্ত কল্যাণ পরিষদের মহাপরিচালক শ্রীমঙ্গলের রাজঘাট ইউ/পি চেয়ারম্যান বাবু শ্রী বিজয় বুনার্জী।

মূল প্রবন্ধ ও প্রধান আলোচক হিসেবে সংগঠনের দাবী দাওয়া উপস্থাপন করেন যুগ্ম মহাসচিব বাবু শ্রী অমল বুনার্জী। সম্মেলনে উপস্থিত ছিলেন মহা-সচিব কবু শ্রী পুষ্প প্রসাদ বুনার্জী, জুড়ী ভ্যালীর কমল বুনার্জী সহ দেশের বিভিন্ন চা-বাগানের- প্রায় দেড় হাজারের বেশি সমাজপতি |

প্রসঙ্গ, এই ৮০তম বছরে এই বুনার্জী জাতি সমাজের মহাসম্মেলনে সরকারের কাছে কিছু দাবী নামা উপস্থাপন করা হয়।

দাবীগুলো হলঃ ১. এই জাতি সমাজকে ক্ষুদ্র-নৃ-ত্বাত্বিক জনগোষ্ঠির অর্ন্তভুক্ত করার জন্য দাবী উপস্থাপন করা হয়।

এই সমাজের প্রায় ১, লক্ষ ৯ হাজারের মত মানুষ দেশের বিভিন্ন স্থানে বসবাস করে। তবে চা-বাগান গুলোতে বসবাস কারী এই জাতিগোষ্টির মানুষজন অনগ্রর ও অসচ্ছল ।

২. এই জাতি সমাজের জন্য একটি কালচারাল একাডেমী স্থাপন, সরকারী পৃষ্ঠপোষকতা ও সামাজিক, ও অর্থনৈতিক উন্নয়নের জন্য তহবিলে আর্থিক অনুদান প্রদানের জন্য সরকারের কাছে দাবী উপস্থাপন।

৩. সরকারী সহায়তায় বুনার্জী জাতিসমাজের অঙ্গ সংগঠন “বুনার্জী জাতি সমাজ ছাত্রযুব ফোরাম” কে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধন প্রদানের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে জোর দাবী উপস্থাপন করা হয়।