হবিগঞ্জের বাহুবল উপজেলার সদর গ্রামের বাসিন্দা দৈনিক প্রভাকর ও দৈনিক খোলা কাগজের প্রতিনিধি সাংবাদিক সাদিকুর রহমানের পিতা মোঃ দরছ মিয়া (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া-ইন্নাইলাইহি রাজিউন। আজ শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৭ টা ২০ মিনিটের সময় উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
তিনি মৃত্যুকালে ৫ ছেলে, নাতি নাতনী,আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ জোহর বাহুবল কাসিমুল উলুম মাদ্রাসা মাঠে
সাংবাদিক সাদিকুর রহমানের মোঃ দরছ মিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, জানাজার নামাজে হাজার হাজার মুসল্লীগণ অংশগ্রহণ করেন।
নামাজ পড়ান বাহুবল মাদ্রাসার মুহতামীম শায়খুল হাদীস আল্লামা মনির উদ্দিন।
সাংবাদিক সাদিকুর রহমানের দীর্ঘদিন যাবত বাহুবল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বপালন করে আসছেন। তার পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাহুবল প্রেসক্লাব সভাপতি ছিদ্দিকুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক এফ আর হারিছ সহ ক্লাবের সকল নেতৃবৃন্দ। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।