হবিগঞ্জ আদালত থেকে রাজু মিয়া নামে এক আসামি হাতে হাতকড়া নিয়ে পালিয়ে গেছে। সে মাধবপুর উপজেলার শিবরামপুর পশ্চিম পাড়া গ্রামের চাঁন বাদশা মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কগনিজেন্স কোর্ট ৬, হবিগঞ্জ আদালত হতে পালিয়ে যায়।
এ সময় ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা জানান, উক্ত আসামীকে রিমান্ড শুনানির জন্য আদ্য বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, কগনিজেন্স কোর্ট ৬ এ হাজির করা হয়।
হাজির করার সময় উক্ত আসামীর দুই হাতে হাতকড়া পড়ানো ছিল।এ সময় আদালতে অন্য আরেকটি মামলার ১৫/২০ জন আসামী হাজিরা দিতে আসলে রিমান্ড শুনানির জন্য আনা আসামি রাজু মিয়া দায়িত্বরত পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বিজ্ঞ আদালত হতে পালিয়ে যায়।
মামলার সূত্রে জানা যায়, উক্ত আসামীকে বিপুল পরিমান বোতল ফেন্সিডিল সহ র্যাব ধৃত করে মাধবপুর থানায় এজাহার দিলে মাধবপুর থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(গ) ধারায় মামলা রুজু করে।
আরো জানা যায় এই আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকদ্রব্য কেনাবেচা করার অনেক অভিযোগ রয়েছে।