সিলেটের ওসমানীনগরে দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত সচল ওয়ান শুটার পাইপগান, ০১টি দেশীয় তৈরী কাটের বাটযুক্ত সচল পাইপগান ৬টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এসময় জাকির আহমদ (৩৪) নামের এ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত জাকির উপজেলার উমরপুর ইউপির মোল্লাপাড়া(চেবারপাড়া) গ্রামের মৃত ময়না মিয়ার ছেলে। এ ঘটনায় ওসমানীনগর থানার এসআই সুবিন বৈদ্য বাদী হয়ে গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে অস্ত্র আইনে গত শনিবার রাতে ওসমানীনগর থানায় (মামলা ন-৩০) দায়ের করা হয়েছে।
গতকাল রোববার বিকেলে পুলিশের এক প্রেস ব্রিফিংয়ে জানা যায়, গত শনিবার উপজেলার মোল্লাপাড়া(চেবারপাড়া) এলাকার জনৈক জালাল উদ্দিন তার বর্গা চাষকৃত জমি হতে শ্রমিক নিয়ে ধান কাটার সময় একই দিন দুপুরসাড়ে ১২টার দিকে অআটককৃত জাকির আহমদ তার হেফাজতে থাকা অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে জালাল উদ্দিনকে ধান কাটার কাজে বাধা দেয়।
জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়া প্রতিবাদ করায় জাকির আহমদ তার অবৈধ আগ্নেয়াস্ত্র দিয়ে জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়াকে লক্ষ্য করে ফায়ার করে। এতে জালাল উদ্দিন ও তার ছেলে নাইম মিয়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়।
এ ঘটনা স্থানীয় এলাকায় জনমনে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে জাকির আহমদকে আটক করে।
আটকের পর পুলিশের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জাকিরের দেখানোমতে তার বসতঘর ভিতরে টয়লেটের ফলস ছাদের উপর হতে একটি পুরাতন কালো নীল ও ছাই রঙের সুতির লুঙ্গি দিয়ে মোড়ানো ০১ টি দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত সচল ওয়ান শুটার পাইপগান, ১টি দেশীয় তৈরী কাটের বাটযুক্ত সচল পাইপগান, ৬ রাউন্ড লাল রঙের তাজা কার্তুজ, ১টি সবুজ রঙের কার্তজ এর খালি খোসা, ১ টি লাল রঙের মকমল কাপড় দ্বারা তৈরী গুলি রাখার খালি ব্যাগ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত জাকিরের বিরুদ্ধে ওসমানীনগর থানায় হত্যা চেষ্ঠাসহ আরো দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ওসমানীনগর থানার ওসি(তদন্ত) মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতাকৃত আসামীকে আতালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।