চুনারুঘাট থানা দ্বি-বার্ষিক পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম। আজ (২৮ মার্চ) মঙ্গলবার সকাল ১২টায় তিনি চুনারুঘাট থানায় পরিদর্শনে আসেন। থানায় পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।
এ সময় ডিআইজি চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে তিনি চুনারুঘাট থানা ফলজ বাগানের ও মসজিদ সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন। এ সময় মাননীয় রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপার ফলজ বাগানের ফলজ বৃক্ষ রোপনে অংশ গ্রহণ করেন।
পরে তিনি থানার বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিষ্টারপত্র খতিয়ে দেখেন। পরিদর্শনের সময় মাননীয় ডিআইজি মহোদয় চুনারুঘাট থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় ও বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ, মোঃ খলিলুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেদুল ইসলাম, ওসি (তদন্ত) গোলাম মোস্তাফা সহ চুনারুঘাট থানায় কর্মরত অফিসার ও ফোর্সগণ।