চুনারুঘাট উপজেলার মধ্য নরপতি গ্রামের শ্রীশ্রী রাধামাধব মন্দির অঙ্গনে ভাই ভাই নবীন সংঘের উদ্যোগে ষোড়শ প্রহর ব্যাপী (দুইদিন) শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হবে। এই ১৩তম বার্ষিক এই উৎসব আয়োজন শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর সোমবার। অনুষ্ঠানের মধ্যে রয়েছে স্বাধ্যায় যজ্ঞ, গীতা আলোচনা, শিশুদের গীতা আবৃত্তি, ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান। রাত সাড়ে ৯টায় ষোড়শ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞের শুভাধিবাস। মঙ্গলবার অরুণোদয়ে ষোড়শ প্রহর ব্যাপী মহানাম যজ্ঞ শুভারম্ভ। বুধবার দুপুরে শ্রীমান্ মহাপ্রভুর ভোগ রাগ তৎপর মহাপ্রসাদ বিতরণ। বৃহস্পতিবার ব্রাহ্মমুহূর্তে নামযজ্ঞ সমাপন, নগর পরিক্রমা, দধিমঙ্গল ও মহন্ত বিদায়।
এ উৎসব অঙ্গনে সকাল সনাতনী ভক্তবৃন্দের সবান্ধবে আমন্ত্রিত হয়ে কৃপাধন্য করবেন।