চুনারুঘাটের এক সময়ের জনপ্রিয় সাবেক কৃতি ফুটবলার আকছির মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রয়েছেন। টাকার অভাবে নষ্ট হওয়া দুটি কিডনির চিকিৎসা করতে পারছে না।
আকছিরের অসুস্থতার খবর পেয়ে গতকাল মঙ্গলবার রাতে পৌর শহরের বড়াইল এলাকায় ছুটে যান চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির নেতৃবৃন্দ।
এসময় আকছিরে চিকিৎসার জন্য নদগ অর্থ প্রদান ও সুচিকিৎসা ব্যবস্থা প্রদানের আশ্বাস দেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন সামসু।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-ইতালি প্রবাসী সমাজকর্মী ও চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির অফিসিয়াল ফারুক আহমদ লিপু, ক্রিড়া ব্যক্তিত্ব মাজেদুল ইসলাম লুবন, সাজিদুল ইসলাম, জসিম আহমেদ, মারুফ আহমেদ ও চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির খেলোয়াড় সৈকত হেলাল, রাকিব আহমেদ, হিমেল, সালমান সহ চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমির এবং একাডেমির অফিশিয়াল এবং খেলোয়াড়বৃন্দ।
অসুস্থ আকছির মিয়া সকলের কাছে আর্থিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। তিনি কিডনি রোগে ভুগছেন। মানবিক সাহায্যের জন্য সমাজের বৃত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন। যোগাযোগ : আকছির ০১৭৬২৪১৫৬৬০।