বিশেষ অতিথি ছিলেন- মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, ভাইস চেয়ারম্যান লুৎফর রহমান মহালদার, সহকারি কমিশনার (ভুমি) আফিয়া আমিন পাপ্পা, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ মোদাব্বের হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহরে মহালদার, পূজা উৎযাপন পরিষদ নেতা প্রণয় পাল, সজল দাশ, পঙ্কজ দেব সহ প্রশাসনের কর্মকর্তা, উপজেলা শারদীয় দূর্গা পূজা পরিষদ ও সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিগণ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার প্রত্যেকটি ইউনিয়নসহ একটি পৌরসভায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে উপজেলা পরিষদ,প্রশাসন থানা পুলিশ প্রশাসনের দীর্ঘ মতবিনিময় হয়।
এ সময়ে সবাই সরকারি বিধি নিষেধ মেনে এই উৎসব পালনে যথাযথ পদক্ষেপ নেবেন বলে পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ গন প্রতিশ্রুতি দেন।প্রশাসনের পক্ষ থেকেও সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিত হয়েছে বলে জানানো হয়।