চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উসমানপুর এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময়ে ইজারা বহির্ভুত স্থান থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে উসমানপুর গ্রামের মৃত নূর হোসেনের ছেলে মোঃ বুরহান উদ্দিনকে ১ লক্ষ ৭৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশ।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক বলেন-অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ পেলে তাৎক্ষণিক অভিযান চালানো হয়।