আগষ্ট এলেই….
আগষ্ট এলেই শোকে মাতম আকাশ বাতাস,
জাতির জনক হত্যা কান্ডের দুঃখ প্রকাশ!
মসজিদ, মন্দির, গির্জায় চলে দোয়া হররোজ,
কেউবা করে পূণ্যের আশায় কাঙ্গালি ভোজ!
১৫ই আগষ্ট শোকের ছায়া সারা দেশে,
বঙ্গবন্ধু আসবে আবার বীরের বেশে!!!
আগষ্ট এলেই চোখটি ভরে অশ্রুধারায়,
কেউবা আবার মেতে উঠে ফূর্তি করায়!
অপ- রাজনীতি ও নির্মমতার একি ধারা ?
কারোর এজেন্ডা খুনিদেরকে রক্ষা করা!
বঙ্গবন্ধুর স্মৃতি চিহ্ন মোছার তরে,
খুনীচক্র তারই ধারায় ফন্দি করে!
২১ আগস্ট গ্রেনেড হামলা তারই ধারা,
খুনিচক্র বেঁচে আছে দেয় ইশারা?
আজ না হউক কাল তো হবে সবই ফাঁকা,
চিরদিন তো পৃথিবীতে যায়না থাকা।
খেলাঘরের হিংসার চাষ বন্ধ করি,
সুখে দুঃখে মিলেমিশে দেশটা গড়ি।
শত্রু শত্রু খেলা যেদিন সাঙ্গ হবে,
গনতন্ত্র সেদিন হয়ত মুক্তি পাবে!!
প্রকৌশলী কাজী মোঃ আবু ওবায়েদ
১৪ আগষ্ট ২০২১
ব্রাহ্মণবাড়িয়া।
নিজস্ব সংবাদ : 










