মাধবপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। আজ (১জুন) বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে জনসচেতনতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, আরো বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী, মৎস্য কর্মকর্তা ফরিদুল হক,ডাঃ রোকসানা পারভীন, প্যানেল মেয়র মোঃ মোবারক উল্লা,সহপ্রমুখ
সভায় বক্তারা আগামী ২০৪০ সালের মধ্যে প্রধানমন্ত্রীর প্রত্যয় বাংলাদেশ থেকে তামাকমুক্তকরণে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।