চুনারুঘাট উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন এলাকা হলেও হঠাৎ করেই বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে পড়েছে উপজেলাবাসী। বিশেষ করে তারাবি নামাজ ও ইফতারের সময় লোডশেডিং-এর কারণে ভোগান্তিতে পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পবিত্র রমজান মাসে লোডশেডিং বেড়ে যাওয়ায় অতিষ্ঠ জনসাধারণ। মুসলমানদের বৃহত্তম ধর্মীয় আরাধনার মাস পবিত্র মাহে রমজান। কিন্ত দেখা গেছে রমজান মাসেই বেশি লোডশেডিং হচ্ছে।এর কারণে তীব্র গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন সকল মুসল্লিরা। বিদ্যুতের এমন আসা-যাওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মাঝে।
এদিকে চুনারুঘাটে অল্প বৃষ্টি হলেও প্রায় ১ থেকে ৩ পর্যন্ত লাইন থাকে না। চুনারুঘাট পাহাড়ি অঞ্চল হওয়ায় বাগানের ভিতর দিয়ে লাইন টানা হয়েছে ফলে ঝগ বৃষ্টি হলে গাছ পড়ে বিদ্যুৎ লাইন ছিড়ে যায়। মেরামত করতে প্রায় ২৪ ঘন্টারও বেশি সময় লাগে। ভুক্তভোগীরা জনান, বাগানের ভিতরের লাইন পরিবর্তন অন্যত্র নেয়ায় আহবান জানান।
সাধারণ মানুষের অভিযোগ, রমজান মাসের শুরু থেকেই বিশেষ করে তারাবির নামাজ, এবং ইফতারের সময় লোডশেডিং দেখা দেয়। যার ফলে তীব্র গরমের মধ্যে নামাজ আদায় করতে হচ্ছে। তারাবির নামাজ এবং ইফতারের সময় যেন লোডশেডিং না দেয়া হয় তার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেন চুনারুঘাট বাসী।