মাধবপুর উপজেলার উন্নয়ন প্রকল্প, দর্শনীয় স্থান ও বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন সিলেটে বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। আজ সোমবার (২৫ এপ্রিল) দিনব্যাপী তিনি গ্যাস ফিল্ড ও ফ্রুটস ভ্যালি, তেলিয়াপাড়া চা বাগান ও স্মৃতিসৌধ, উপজেলা ভূমি অফিস, মাধবপুর পৌরসভা এবং মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন দপ্তর এবং উন্নয়ন প্রকল্প দর্শন ও পরিদর্শন করেন। এছাড়াও তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়েদের মধ্যে সাইকেল ও উপবৃত্তি বিতরণ করেন। এর পূর্বে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন-হবিগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহান, মাধবপুর উপজেলা চেয়ারম্যান এস,এ,এম শাহাজাহান, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মঈনুল ইসলাম সহ অনেকই।