মাধবপুর উপজেলার ওয়ারেন্টভুক্ত ১৩ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪এপ্রিল) ভোর রাতে উপজেলার ১১ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার মাধবপুর থানার বিশেষ অভিযানে থানা এলাকায় রাত্রিকালীন কয়েকটি টিম অভিযানে পরিচালনা করে জি আর ওয়ারেন্ট মূলে ৯জন পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে, এছাড়াও নিয়মিত মামলার ২জন আসামি এবং ১৫১ ধারা মতে ১জন আসামিসহ মোট ১৩জন পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মহসীন আল মুরাদ ও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এ গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে। গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত কেউ ঘরে বসে থাকতে পারবে না বলেও তিনি জানান এবং গ্রেফতার কৃত সকল আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।