সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী দুই সফরে হবিগঞ্জ আসবেন আগামীকাল।নআজ মঙ্গলবার (১২ এপ্রিল) বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দপ্তর কর্তৃক ইস্যূকৃত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বলা হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী আগামী ১৩ এপ্রিল থেকে ১৫ এপ্রিল হবিগঞ্জ জেলা সফর করবেন। তখন তিনি হবিগঞ্জ জেলাসহ চুনারুঘাট ও মাধবপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। প্রতিমন্ত্রীর উপস্থিতির জন্য প্রস্তুতির সার্বিক ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট দপ্তরগুলোকেও নির্দেশনা প্রদান করা হয়েছে।