চুনারুঘাটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ‘মুক্তির উৎসব ও মেলার’ সমাপ্ত হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পিতিবার (২৪মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়াম মাঠে সপ্তাহ ব্যাপী মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক এর সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর । এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফর রহমান মহালদার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মাসুদ রানা, অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ, সমাজ সেবা অফিসার বারেন্দ্র রায়, কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা দ্বিপক কুমার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মিঠুন চন্দ্র শীল সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেলায় অংশগ্রহণকারী দপ্তরের প্রধানগণের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক । প্রসঙ্গত : গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবসে এই উৎসবের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। ৭ দিন ব্যাপী অনুষ্ঠানে প্রতিদিন বিনোদনমূলক অনুষ্ঠানে শতশত স্কুল পড়ুয়া শিক্ষার্থী, শিক্ষকরা উপস্থিত থেকে উৎসবের সকল পর্ব উপভোগ করেন।
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুক্তির উৎসবের সমাপ্ত
- নিজস্ব সংবাদ :
- আপডেট সময় ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
- ১৮৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ