হবিগঞ্জ পৌর শহরের পুরান বাজার ও বানিজ্যিক এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। এসময় দুটি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ সোমবার (২১ মার্চ) দুপুরে হবিগঞ্জ জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ অভিযান পরিচালনা করেন।
এ সময় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৪০ ধারায় তেলের ক্রয় রশিদ সংরক্ষণ না করায় মেসার্স শরিফ স্টোরকে ৫০ হাজার টাকা ও ৫ লিটারের তেলের বোতল গোডাওনে থাকা সত্বেও বিক্রয় না করায় বসুন্ধরা তেলের ডিলার মেসার্স পারভীন স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন র্যাব-৯ এর একটি টিম ।
এ বিষয়ে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক দেবানন্দ সিনহা আলোকিত হবিগঞ্জ ডটকমকে বলেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সব সময় অনিয়মের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা।জনস্বার্থে এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে বলে জানান তিনি।