হবিগঞ্জের মাধবপুরে ৩০ বোতল বিদেশী মদ, ৮ বিয়ার ক্যান ও ৯ কেজি ৯শ গ্রাম গাঁজা উদ্বার করা হয়েছে। এসময় মোঃ বাছির মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাধবপুর থানার পুলিশ । মাদক পরিবহনে ব্যবহৃত একটি নম্বর বিহীন সিএনজি গাড়ি জব্দ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে মাধবপুর ফায়ার সার্ভিস রোড জসিম উদ্দিন খন্দকারের বাড়ি সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
মোঃ বাছির মিয়া ( ২৮) রাজাপুর(ভাংগারপাড়)৩নং বহরা ইউনিয়নে মৃত আঃ রহিম মিয়া ছেলে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই এনামুল নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে মাধবপুর ফায়ার সার্ভিস রোডের জসিম উদ্দিন খন্দকারের বাড়ি সংলগ্ন একটি কালভার্টের উপরে একটি সন্দেহজনক নম্বর বিহীন সিএনজি গাড়ি থামিয়ে গাড়ীর ভিতরে তল্লাশি চালিয়ে ৩০বোতল বিদেশী মদ,৮টি বিয়ার ক্যান এবং ৯কেজি ৯শ গ্রাম গাঁজাসহ নম্বর বিহীন সিএনজি জব্দ ও মাদক ব্যবসায়ী মোঃ বাছির মিয়া ( ২৮) নামে একজনকে আটক করা হয়। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।