চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজি ও হলহলিয়া এলাকায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। বুধবার (২২ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনে জড়িত থাকার দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৭ জনকে বিভিন্ন মেয়াদে জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের নাম নিম্নরূপঃ
১️.মো. ফারুক মিয়া (৫৫), পিতা মৃত ইন্তাজ উল্লাহ, সাং- হলহলিয়া, পাইকপাড়া, চুনারুঘাট — ৫০,০০০ টাকা জরিমানা।
২️.তাউজ মিয়া (৪১), পিতা সিরাজ মিয়া তালুকদার, সাং- কাঠালবাড়ি, পঞ্চাশ, চুনারুঘাট — ৫০,০০০ টাকা জরিমানা।
৩️.আলী হায়দর (৫৮), পিতা মৃত আইয়ুব আলী, সাং- দেউন্দি, পাইকপাড়া, চুনারুঘাট — ৫০,০০০ টাকা জরিমানা।
৪️.মো. জসিম উদ্দিন, পিতা মো. আইয়ুব আলী, সাং- দেউন্দি, পাইকপাড়া, চুনারুঘাট — ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা।
৫️.খয়ের মিয়া তালুকদার (৩১), পিতা মৃত সিরাজ মিয়া তালুকদার, সাং- দেউন্দি, কাঠালবাড়ি, পঞ্চাশ, চুনারুঘাট — ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা।
৬️.মো. আবু সায়েম (৪৭), পিতা আব্দুল গণি, সাং- মাঝিশাইল, সতং বাজার, চুনারুঘাট — ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা।
৭️.মো. আব্দুর রউফ খান, পিতা মৃত ডেঙ্গু খান, সাং- হলদিউড়া, পাইকপাড়া, চুনারুঘাট — ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০,০০০ টাকা জরিমানা।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন টিম।
এসময় বাংলাদেশ সেনাবাহিনী ও চুনারুঘাট থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন জানায়, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।