ফুটফুটে সুন্দর, মায়াবী হাসিমাখা মুখ নাম জাহানারা। পিতা মাসুকের নাম ছাড়া আর কিছুই বলতে পারছে না শিশুটি।
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার মধ্যবাজার এলাকায় কান্নারত অবস্থায় একটি মেয়ে শিশুকে পাওয়া যায় শিশুটিকে।
শিশুটির নাম জাহানারা, বয়স ৪ বছর। শুধু পিতার নাম বলতে পারে । জাহানারা জানায় তার পিতার নাম মাসুক। শিশুটি বর্তমানে চুনারুঘাট থানায় নিরাপদ হেফাজতে রয়েছে।
থানা সূত্রে জানা যায়, শিশুটি তার ঠিকানা কিছুই বলতে পারেনি। অনেক খোঁজাখুঁজি করে শিশুটির আত্মীয়-স্বজনের খোঁজখবর না পেয়ে থানা পুলিশ তাকে থানা হেফাজতে রাখেন ।
মেয়েটির পরিচয় জানলে চুনারঘাট থানায় যোগাযোগ করতে বলা হয়েছে চুনারুঘাট থানা পুলিশের পক্ষ থেকে।
চুনারুঘাট থানার নাম্বার- 01320118836