ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চুনারুঘাট উপজেলা সম্মেলন সম্পন্ন-২০২৫ । শুক্রবার (৩১ জানুয়ারী) চুনারুঘাট উত্তর বাজার বুশরা কমপ্লেক্সে ইসলামী ছাত্র আন্দোলন উপজেলার সদ্য সাবেক সভাপতি মাওঃ ইরফান আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ রাজু আহমদ এর সঞ্চালনায় উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- ইসলামী ছাত্র আন্দোলনের হবিগঞ্জের জেলা সভাপতি এম জাহেদূর রহমান; বিশেষ অতিথি ছিলেন- জাতীয় ওলামা মাশায়েক আইম্মা পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতী মঈনুদ্দিন খান তানভীর ;
ইসলামী আন্দোলন চুনারুঘাটের সভাপতি কামাল উদ্দিন আহমেদ; পৌর সভাপতি মোহাম্মদ বাছির আহমেদ; পৌর যুগ্ম সম্পাদক
মোঃ কাউছার আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলনের চুনারুঘাট উপজেলা সভাপতি মোঃ মোক্তার হুসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ’রা বলেনঃ- ১৯৭১সালের মহান মুক্তিযুদ্ধে যেমন ছাত্র সমাজের অগ্রণী ভুমিকা ছিল তেমনি ২৪ এর বৈষম্য বিরুধী আন্দোলনেও স্বৈরাচার পতনে ছাত্র সমাজের ভুমিকা ছিল গুরুত্বপূর্ণ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ২৪এর বৈষম্য বিরোধী আন্দোলনের মাঠ পর্যায়ে দলীয় ব্যানারে নেতৃত্বদানকারী সংগঠন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে অর্জিত ও গণমানুষের প্রত্যাশিত আগামীর নতুন বাংলাদেশকে গড়তে ছাত্র সমাজকে অগ্রণী ভুমিকা পালন করতে হবে।
আলোচনা শেষে- ইসলামি ছাত্র আন্দোলন চুনারুঘাট শাখার কমিটি ঘোষণা করা হয় ; সভাপতি শেখ মোহাম্মদ রাজু, সহ:সভাপতি হাবিবুর রহমান অপি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব মো :মাহবুবুর রহমান কে দেওয়া হয়। অন্যান্য পদে দায়িত্বশীলদের কে নতুন কমিটি সংযুক্ত করবে।