বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজার বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মো: জাহাঙ্গীর আলম বলেছেন, এই পৃথিবীতে প্রতিটি প্রজাতির বাস্তুতন্ত্রে নির্দিষ্ট ভূমিকা পালন করে।
অথচ আমরা যারা জীববৈচিত্র সংরক্ষণ নিয়ে কথা বলি, তাদের অনেকেই জীববৈচিত্রের সার্বিক সংরক্ষণ অর্থাৎ দেশজ যা কিছু আছে, উদ্ভিদ ও প্রাণী প্রত্যেকটা সংরক্ষণ নিয়ে কথা বলি না। বেশিরভাগ সময় আমরা জীববৈচিত্র সংরক্ষণের বিষয়ে একপাশে কথাই বলি।
তিনি হবিগঞ্জের চুনারুঘাট সাতছড়ি জাতীয় উদ্যানের স্টুডেন্ট মিলনায়তনে রবিবার (২৬ মে ২০২৪) দুপুরে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় কথা গুলো বলেন।
তিনি বলেন, সাতছড়ি জাতীয় উদ্যান ২৪০ একর সংরক্ষিত ছিল। সাতছড়ি জাতীয় উদ্যানের পরিধি বাড়িয়ে ৯০০ একর করা হয়েছে। আশা করি সংরক্ষিত বনে বন্যপ্রাণীরা নিরাপদে থাকবে। তিনি বলেন, সাতছড়ি এখনো বাংলাদেশের অন্যতম রিজার্ভ ফরেস্ট।
সাতছড়ি জাতীয় উদ্যানকে রক্ষা করলে এর ফল এলাকার মানুষই ভোগ করবেন। পরে তিনি বিকেলে, নবগঠিত সাতছড়ি সহ-ব্যবস্থাপনা নির্বাহী কমিটির শপথ বাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন, সহ-ব্যবস্থা কমিটির নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম আবুল, রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল আমিন, সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান সহঅনেকেই।