পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রিশ্চিয়ান এইড’র সম্মাননা পাওয়ায় বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানকে সংবর্ধনা দিয়েছে বানিয়াচং প্রেসক্লাব।
আজ শনিবার (৯ ডিসেম্বর) প্রেসক্লাবে ক্লাবের সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ নমীর আলীর সভাপতিত্বে তাঁকে সংবর্ধনা দেয়া হয়।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী হায়দার ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম তালুকদার, সিনিয়র সদস্য হাবিবুর রহমান মাসুক, যুগ্ম সম্পাদক মুক্তাদির হাসান সেবুল, কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান পলাশ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আকলিছুর রহমান সাগর, সদস্য মাজহারুল ইসলাম অপু, হৃদয় হাসান শিশির, হৃদয় খান, রাসেল মিয়া প্রমূখ।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ঢাকার গুলশানের লকশোর হোটেলে ক্রিশ্চিয়ান এইড’র এক অনুষ্ঠানে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্থানীয় নেতা ক্যাটাগরিতে সাংবাদিক ইমদাদুল হোসেন খানকে সম্মাননা দেয়া হয়।
ক্রিশ্চিয়ান এইড’র কান্ট্রি ডিরেক্টর নুজহাত জাবিন’র সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও ব্যুরোর মহাপরিচালক শেখ মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক নিরাপত্তা বিভাগের পরিচালক ও যুগ্ম সচিব ড. মোঃ মোকতার হোসেন, ইউরোপীয় ইউনিয়নের প্রোগ্রাম ম্যানেজার (গর্ভনেন্স এন্ড রাইটস) লায়লা জেসমিন বানু।