হবিগঞ্জের বাহুবলে পূবালী ব্যাংকের ১৮৫ তম উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। আজ (৭ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বাহুবল সদর তালুকদার টাওয়ারের দ্বিতীয় তলায় এই উপ-শাখাটি উদ্বোধন করা হয়।
পুটিজুরী পূবালী ব্যাংক এসএমই কৃষি শাখার ব্যবস্থাপক মোঃ সাজ্জাদ হোসেন তুহিনের সভাপতিত্বে ও সহকারী সুজিদ দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপ-শাখার শুভ উদ্বোধন করেন উপ-মহাব্যবস্থাপক ও মৌলভীবাজার অঞ্চল প্রধান মোঃ ফজলুল কবীর চৌধুরী,শায়েস্তাগঞ্জ শাখা ব্যবস্থাপক আসাদ নুর,বাহুবল শাখা ব্যবস্থাপক জহিরুল ইসলাম সহ বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা ও সহকারীরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাহুবল ডিগ্রি কলেজের প্রিন্সিপাল মোঃ আব্দুর রব শাহীন,হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ শাহীন আহমেদ,মাওলানা আব্দুল বারী আনসারী,সাতকাপন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, বাহুবল বাজার কমিটির সভাপতি এম এ জলিল তালুকদার,ব্যবসায়ী হাজী আবিদ আলী, বিশিষ্ট টিকাদার মোঃ আব্দুল কাদির, এম রশীদ আহমেদ,দুলাল মিয়া সহ বিভিন্ন ব্যবসায়ী,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যকালে উপ-মহাব্যস্থাপক মোঃ ফজলুল কবীর চৌধুরী বলেন,সারা বাংলাদেশে পূবালী ব্যাংক লিমিটেডের ৫শতটি শাখা ও ১৮৫ টি উপশাখা রয়েছে, প্রতিটা শাখা ও উপশাখা দীর্ঘদিন যাবত সুনামের সাথে গ্রাহকদের সেবা দিয়ে আসছে, সারাদেশে সরকারি বেসরকারি অসংখ্য ব্যাংক রয়েছে, একমাত্র আমরাই গ্রাহকদের সর্বচ্চো সেবা প্রদানে সক্ষম হয়েছি,পূবালী ব্যাংকের বিরুদ্ধে কোন অনিয়ম দুর্নীতির অভিযোগ নাই।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন বাহুবল বাজার মসজিদের ইমাম মাওলানা তাজুল ইসলাম।