চুনারুঘাটের সুনামধন্য ও বিশ্বস্ত প্রতিষ্ঠান আশরাফ ট্রাভেলস্ এন্ড ট্যুরে মাধ্যমে পবিত্র ওমরা হজ্ব পালনের জন্য এ মাসে ৪০জন ওমরা হজ্ব যাত্রী সৌদি আরবে গেছেন। তারা আগামী ডিসেম্বর মাসের ৭ তারিখ ওমরা পালন শেষ করে দেশে ফিরবেন।
এছাড়াও আশরাফ ট্রাভেলস্ প্রতি মাসের ওমরা হজ প্যাকেজ বুকিং চলছে। আগ্রহীরা ওমরা হজে যেতে ইচ্ছুক হলে আশরাফ ট্রাভেলসে যোগাযোগ করুন।
উল্লেখ্য যে, আশরাফ ট্রাভেলস্ এন্ড ট্যুরের রয়েছে দীর্ঘ ৪৪ বছরের অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হ্জ্ব যাত্রীদের সর্বোত্তম সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। আশরাফ ট্রাভেল স্বত্ত্বাধিকারী হাজী আতাহার আলীর প্রত্যেক হাজীদের গাইড হিসেবে নিজে সাথে থেকে সব সময় সহযোগিতা করেন। হাজীদের সব ধরনে সমস্যা পাশে থেকে সমাধান করেন।
প্রত্যেক বড় হজ্ব ও ওমরা হজ প্যাকেজে হাজীদের সাথে নিয়ে সৌদি আরবে যান এবং সাথে থেকে নিজেও হজ¦ পালন করেন। দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে সুনামের সাথে আশরাফ ট্রাভেলস হজ্ব কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে স্বত্ত্বাধিকারী হাজী আতাহার আলী জানান, বড় হজ্ব বুকিং চলছে।
বর্তমানে যারা ওমরা হজ্ব যেতে আগ্রহী তাদের জন্যও বুকিং চলছে। আগামী রমজান মাস পর্যন্ত ওমরা হজ্ব বুকিং চলবে। তাই আগ্রহীরা আমাদের আশরাফ ট্রাভেলস্ এন্ড ট্যুরের যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। যোগাযোগ করবেন, ঠিকানা-চুনারুঘাট পৌর শহরের মধ্যবাজার, সিকান্দার মার্কেটের ২য় তলায় যোগাযোগ করুন। যেকোন প্রয়োজনে মোবাইলঃ-০১৭১১-০১২৩৭৭।