হবিগঞ্জের মাধবপুরে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে।
আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও ধর্মীয় প্রতিষ্টানে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মিল্লাত মাহফিলের আয়োজন করা হয়।
পরে বিকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটায় আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,আইন বিষয়ক সম্পাদক, সুপ্রিম কোর্টের আইনজীবী মুহিদ মিয়া,উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃএরশাদ আলী,পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ সেলিম,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন টিপু,আদাঐর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিক মিয়া,পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক জামাল উদ্দিন,যুবলীগ নেতা নাহিদ মিয়া
এবং যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ,শ্রমিকলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিনের কেক কাটা হয়।