হবিগঞ্জ ১০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo স্বাধীনতার ৫৪ বছর পরেও মাধবপুর থানায় ও তেলিয়াপাড়া স্মৃতিসৌধে লাগানো বিকৃত ইতিহাস Logo ভূমি প্রশাসন সহকারী সমিতির জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান Logo চুনারুঘাট প্রাণী সেবা কল্যাণ সমিতির ইফতার মাহফিল ও আত্মপ্রকাশ Logo চুনারুঘাটে সায়হাম গ্রুপের উদ্যোগে ৪ হাজার প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ Logo তৌহিদীর জনতার নামে তাবলীগের মুসল্লীদের ‘কাফের’ ঘোষণা দিয়ে মসজিদে হামলা Logo চুনারুঘাটে চাঁদাবাজী ও মারপিটের মামলা করায় বাদী ও স্বাক্ষীর ৭০টি ফলজাত গাছ কর্তন  Logo হবিগঞ্জে আইএফআইসি ব্যাংকের সকল শাখা-উপশাখায় উদ্যোগে সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ Logo মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পেটানোর ঘটনার আসামী আদালতে হাজির, কারাগারে প্রেরণ Logo লাখাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক ছাত্রকে পিটিয়ে আহত Logo বাহুবলে রশিদপুর গ্যাসফিল্ডে গাছ ফেলে ঘন্টাব্যাপী ডাকাতি

রেলে বিনা টিকিটে যাত্রী যাতায়তের প্রশ্ন শুনেই সাংবাদিককে পিটিয়ে আহত করলেন রেলের কর্মচারী

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে রেল কর্মচারীর হাতে মারধরের শিকার হয়েছেন দৈনিক মানবজমিনের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মোস্তফা কামাল। আজ শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় দিকে শায়েস্তাগঞ্জ জংশনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক কামালকে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রেল কর্মচারী মুক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আহত মোস্তফা কামাল জানান, দীর্ঘদিন ধরে কালনী এক্সপ্রেসে বিনা টিকিটে পাওয়ার কারের কর্মচারীরা যাত্রীপরিবহন করে আসছে বলে অভিযোগ শোনা যাচ্ছে।

আজ  শনিবার সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস সকাল ৯টা ৫ মিনিটে শায়েস্তাগঞ্জ জংশন প্ল্যাটফর্মে প্রবেশ করে। এসময় তিনি পাওয়ারকারে কয়েকজন বিনা টিকিটে যাত্রী দেখে ওই বগির অপারেটর মুক্তারকে প্রশ্ন করেন। প্রশ্ন শুনেই মুক্তার ক্ষেপে উঠেন। একপর্যায়ে মুক্তারসহ আরও কয়েকজন লোক বগি থেকে নেমে সাংবাদিক মোস্তাফা কামালের ওপর হামলা চালান।

কামাল আত্মরক্ষার জন্য দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নেন। এসময় মুক্তার ও তার সঙ্গীরা ওই কক্ষে প্রবেশ করে তাকে টেনে হেচঁড়ে ট্রেনে তুলে লাথি কিল ঘুষি মারতে থাকেন।

আহতাবস্থায় তাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। আহত সাংবাদিক মোস্তাফা কামালকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা শুনে সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।

তারা জংশনে অবস্থান নিলে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের মাস্টার মোয়াজ্জল হক ও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল্লাহ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, অভিযুক্ত মুক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চারিপাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

স্বাধীনতার ৫৪ বছর পরেও মাধবপুর থানায় ও তেলিয়াপাড়া স্মৃতিসৌধে লাগানো বিকৃত ইতিহাস

রেলে বিনা টিকিটে যাত্রী যাতায়তের প্রশ্ন শুনেই সাংবাদিককে পিটিয়ে আহত করলেন রেলের কর্মচারী

আপডেট সময় ১১:০০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে রেল কর্মচারীর হাতে মারধরের শিকার হয়েছেন দৈনিক মানবজমিনের শায়েস্তাগঞ্জ প্রতিনিধি মোস্তফা কামাল। আজ শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় দিকে শায়েস্তাগঞ্জ জংশনে এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক কামালকে হবিগঞ্জ জেলা সদর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রেল কর্মচারী মুক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আহত মোস্তফা কামাল জানান, দীর্ঘদিন ধরে কালনী এক্সপ্রেসে বিনা টিকিটে পাওয়ার কারের কর্মচারীরা যাত্রীপরিবহন করে আসছে বলে অভিযোগ শোনা যাচ্ছে।

আজ  শনিবার সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন কালনী এক্সপ্রেস সকাল ৯টা ৫ মিনিটে শায়েস্তাগঞ্জ জংশন প্ল্যাটফর্মে প্রবেশ করে। এসময় তিনি পাওয়ারকারে কয়েকজন বিনা টিকিটে যাত্রী দেখে ওই বগির অপারেটর মুক্তারকে প্রশ্ন করেন। প্রশ্ন শুনেই মুক্তার ক্ষেপে উঠেন। একপর্যায়ে মুক্তারসহ আরও কয়েকজন লোক বগি থেকে নেমে সাংবাদিক মোস্তাফা কামালের ওপর হামলা চালান।

কামাল আত্মরক্ষার জন্য দৌড়ে স্টেশন মাস্টারের কক্ষে আশ্রয় নেন। এসময় মুক্তার ও তার সঙ্গীরা ওই কক্ষে প্রবেশ করে তাকে টেনে হেচঁড়ে ট্রেনে তুলে লাথি কিল ঘুষি মারতে থাকেন।

আহতাবস্থায় তাকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়। আহত সাংবাদিক মোস্তাফা কামালকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা শুনে সাংবাদিক ও স্থানীয়দের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।

তারা জংশনে অবস্থান নিলে শায়েস্তাগঞ্জ রেল স্টেশনের মাস্টার মোয়াজ্জল হক ও ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) মো. সাইফুল্লাহ এ ঘটনায় দুঃখ প্রকাশ করে জানান, অভিযুক্ত মুক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তাদেরকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।