চুনারুঘাটে রাস্তার প্রতিবন্ধকতার বিরোধ নিয়ে নিরিহ আঃ কদ্দুছ (৩৫) কে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে প্রতিপক্ষেরা।
আজ রবিবার (৯জুলাই) সকাল ৯টায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফান্দাইল গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকাল ৯ টায় বাড়ির রাস্তায় প্রতিবন্ধকতা নিয়ে আহত আঃ কদ্দুছ ও জুলহাস মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।
কিছুক্ষণ পর আঃ কদ্দুছ বাড়ি থেকে বের হলে রাম দা হাতে উৎ পেতে থাকা জুলহাস মিয়া আঃ কদ্দুছ কে এলোপাতারি কুপাতে থাকেন।
আহত আঃ কদ্দুছকে মুমুর্ষ অবস্থায় সিলেট উসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফান্দ্রইল গ্রামের মৃত আঃ গফুর মিয়ার
পুত্ৰ। এ সময় তার সুর চিৎকারে আশপাসের লোকজন দৌড়ে আসলে জুলহাস পালিয়ে যায়।
এলাকাবাসী জানান, তাদের মধ্যে মামলা মোকাদ্দমা ছিল এবং হয়েছিল। এ দিকে আহত আঃ কদ্দুছের অবস্থা খুবই সংকটাপন্ন।