সামাজিক সংগঠন চুনারুঘাট প্রবাসী ঐক্য পরিষদের উদ্যোগে দুইজন অসুস্থ শিশুকে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
এছাড়াও উক্ত সংগঠনের অন্যতম উপদেষ্টা বিশিষ্ট সমাজসেক ও এফএন ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে।
তিনি সম্প্রতি লন্ডন থেকে দেশে ফেরায় তাকে সংবর্ধনা দেয়া হয়।
গতকাল রবিবার সকাল ১১টায় সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ আলহাজ্ব লিয়াকত হাসানের নরপতি গ্রামের বাসভবনে এ সংবর্ধনা ও অনুদান বিতরণ করা হয়।
এ উপলক্ষে সংক্ষিপ্তি আলোচনা সভায় আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, প্রবাসী ঐক্য পরিষদের অন্যতম উপদেষ্টা সৈয়দ লিয়াকত হাসান, সমাজকর্মী প্রিন্সিপাল এম মুখলিছুর রহমান, সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা মোঃ ইব্রাহিম মিয়া, যুগ্ম আহবায়ক মোঃ হাবিবুর রহমান, মামুন হুসাইন, মোশাহিদ মিয়া প্রমূখ।
উল্লেখ্য, চুনারুঘাট প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠার লগ্ন থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে।