মোঃ রাশেদুল হক। অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে চুনারুঘাট যোগদান করেছেন তিন মাস হল। এইর মধ্যে আইন-শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় সিলেট বিভাগের ৪টি জেলার থানাগুলোর মধ্যে রেঞ্জের শ্রেষ্ঠ হয়েছেন ওসি মো: রাশেদুল হক।
তিনি জেলা ও বিভাগের বিভিন্ন থানার মধ্যে চুনারুঘাটে মাদক ও ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে দক্ষতার ভূমিকা পালন করায় তাকে এই সম্মাননা দেয়া হয়।
গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে সিলেট রেঞ্জ কার্যালয়ে রেঞ্জের মার্চ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তার হাতে পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম (সেবা)।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বলেন, মানুষের মধ্যে নিরাপত্তাবোধ জাগিয়ে তুলতে হবে। তাদের সাথে আস্থার সম্পর্ক গড়ে তুলতে হবে। কোন নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হয়, সে দিকে খেয়াল রাখতে হবে।
পুলিশকে জনবান্ধব ও মানবিক পুলিশে পরিণত হতে হবে। ডিআইজি আরও বলেন, দক্ষতার সাথে সঠিকভাবে প্রতিটি মামলার তদন্ত ও তদারকি প্রয়োজন। বিশেষ করে নারী নির্যাতন, ধর্ষণ ও গণধর্ষণ মামলা নিবিড়ভাবে তদারকির মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আনতে হবে।
এ সময় তিনি সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কোন ব্যক্তি যেন পালিয়ে না থাকতে পারে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন এবং সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নাবিলা জাফরিন রীনা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস্) এম এ জলিল, অতিরিক্ত ডিআইজি আরআরএফের কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর, পুলিশ সুপার এডমিন এন্ড ফিন্যান্স মোঃ জেদান আল মুসা সহ সিলেট রেঞ্জের ৪টি জেলার পুলিশ সুপাররা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।
সম্মাননা পেয়ে ওসি মোঃ রাশেদুল হক বলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় তিনি অপরাধ দমনে কাজ করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে রেঞ্জের মুল্যায়ন সভায় তাকে এ সম্মাননায় ভূষিত করেছে।
তিনি আরো বলেন, ভবিষ্যতেও অপরাধমূলক কর্মকান্ডে- কঠোর হাতে দমন করে চুনারুঘাট এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিতে তিন কাজ করে যাবেন বলেও প্রতিশ্রুতি দেন।
ওসি বলেন, থানায় কর্মরত অফিসারগণের পরিশ্রমের ফসল এই পদক। কাজের স্বীকৃতি স্বরুপ আমার থানাকে শ্রেষ্ঠ নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই শ্রেষ্ঠত্ব তিনি চুনারুঘাট বাসীকে উৎসর্গ করেছেন।
এদিকে সিলেট রেঞ্জের শ্রেষ্ট সার্কেল মনোনীত হয়েছেন মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।