চুনারুঘাট উপজেলায় আলোর বাতিঘর খ্যাত পদক্ষেপ গণপাঠাগারের বার্ষিক বনভোজন ও শিক্ষা সফর ২০২৩ইং অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চুনারুঘাট উপজেলা চত্বরে অবস্থিত পদক্ষেপ গণপাঠাগার ভবনের সামনে থেকে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগান সংলগ্ন তেলিয়াপাড়া বাংলোয় মুক্তিযুদ্ধের প্রথম বৈঠকের স্মৃতিবিজড়িত স্মৃতিসৌধ মাঠ প্রাঙ্গনের উদ্দেশ্যে যাত্রা করেন।
পাঠাগারের সভাপতি ও অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব জনাব মোস্তফা মোরশেদ মহোদয় এর সভাপতিত্বে উক্ত বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়াপাড়ায় স্মৃতি সৌধ বেষ্টিত স্থানীয় শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ল’ রিপোটার্স কেন্দ্রীয় কমিটির সভাপতি, ইত্তেফাক পত্রিকার সিনিয়র রিপোর্টার সালেহ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন পদক্ষেপ গণ পাঠাগার কার্যকরী পরিষদের সহ সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, যুগ্ম সম্পাদক এসএম মিজান, অর্থ সম্পাদক মিলন,
চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শাহিদুর রহমান শাহিদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সহসভাপতি ও চুনারুঘাট উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহসভাপতি সাংবাদিক শেখ শাহজাহান জলি, সৌদি প্রবাসী মাহবুবুর রহমান মাহফুল, পুলিশ অফিসার (ডিবি) আবুল কাশেম, কবি-লেখক ও বিশিষ্ট সাংবাদিক এস এম তাহের খান, বিশিষ্ট সাংবাদিক আবু তাহের,চুনারুঘাট উপজেলার ঐতিহ্য বাহী শিক্ষা প্রতিষ্ঠান ডি সি পি হাই স্কুলের ইংরেজি শিক্ষক জনাব বশীর আহমেদ, প্রচার সম্পাদক সফিক, পরিবেশ সম্পাদক ফুলমিয়া খন্দকার মায়া, দপ্তর সম্পাদক নুর উদ্দিন সহ অনেকে।
পদক্ষেপ গণপাঠাগারের বার্ষিক বনভোজন ও শিক্ষা সফর অনুষ্ঠানে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন খেলাধুলা, কুইজ প্রতিযোগীতাসহ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে নানা শিক্ষা উপকরণ সহ বিভিন্ন পুরষ্কার বিতরণ করা হয়।
শেখ শাহজাহান জলিঃ 










