চুনারুঘাটে আহম্মদাবাদে সেনাবাহিনীর উদ্যোগে শীতার্থ ২’শ লোকের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ (৩১ ডিসেম্বর) শনিবার সকালে উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ সেনাবাহীনির ৩৬০ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমান এনডিসি,পিএসসি ও ১৩ বেঙ্গল এর অধিনায় লেঃ কর্নেল আবু সাঈদ আকন্দ।
বাংলাদেশ সেনাবাহীনির শীত কালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়,দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের মানবিক কার্যক্রম সর্বস্তরের মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।শীতার্থ মানুষ কম্বল পেয়ে সেনাবাহীনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সেনাবাহীনি কে সহযোগীতা করেন আহম্মদাবাদ সাহিত্য পরিষদের সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ও সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল জাহির মিয়া।