দৈনিক আলোকিত হবিগঞ্জ ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে নিয়োগ পেলেন স্পেন প্রবাসী সাংবাদিক জিয়াউল হক জুমন। সম্প্রতি পত্রিকার সম্পাদক খন্দকার আলাউদ্দিন এর স্বাক্ষরিত এক পত্রে জিয়াউল হক জমুন‘কে নিয়োগ পত্র প্রদান করা হয়। তিনি দীর্ঘ দিন যাবৎ দেশের সুনামধণ্য গনমাধ্যমে কাজ করে যাচ্ছেন।
প্রসঙ্গ, সাংবাদিক জিয়াউল হক জুমন একাধারে সাংবাদিক, সমাজকর্মী ও সামাজিক সংগঠক। তিনি বর্তমানে অল ইউরোপীয়ান বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও শেকড় সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক এবং তিনি গ্রেটার সিলেট জালালাবাদ অ্যাসোসিয়েশন ইন স্পেনের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামজিক সংগনের সাথে জড়িত থেকে সমাজের অবহেলিত মানুষের পাশে দাড়িয়েছেন। জুমন তার এই দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছেন।